Pages

Thursday, January 1, 2015

দেশে দেশে নববর্ষ ২০১৫............



পৃথিবীর প্রত্যেকটি দেশ তাদের মতো করে নববর্ষ পালন করে থাকে যে যেভাবেই পালন করুক না কেন, উৎসবের মধ্যে দিয়েই যে নববর্ষের প্রথম দিনটি পালিত হয় তাতে কোনোই সন্দেহ নেই চল দেখে আসি কয়েকটি দেশের  ২০১৫ নববর্ষ পালন
ভারত
ভারতের প্রত্যেকটি শহরেই নিউ ইয়ার পালিত হয়ে থাকে বেশ উৎসবের মধ্য দিয়েই। বড় শহরগুলোর আয়োজন স্বভাবতই বড় থাকে। আলোর রোশনাই থেকে শুরু করে অন্যান্য মজার কোনো অংশেই কমতি থাকে না। জনগণ বিভিন্নভাবে দিনটি পালন করে থাকে। কেউ তার পরিবারের সঙ্গে সময় দিয়ে থাকে। আবার কেউ কেউ বিভিন্ন উপসনালয়েও যায়। ছাড়া ভালো খাওয়া দাওয়া এবং ঘোরাঘুরি তো আছেই

চীন
চীনের নববর্ষ তাদের নিজস্ব রীতিতে হয়। শুধু তাই না, চীনারা তাদের নিজস্ব বর্ষপঞ্জি অনুসরণ করে থাকে। তাদের নববর্ষ পালনের উৎসব একমাস ধরে চলে। এই উৎসব শুরু হয় বছরের শেষ মাসের মাঝামাঝি এবং শেষ হয় নতুন বছরের প্রথম মাসে। এই উৎসবকে তারা বসন্ত উৎসবও বলে থাকে। তবে চীনের নতুন বছর আসলে কোন তারিখ থেকে শুরু হবে এটার কোনো ঠিক-ঠিকানা নেই। কারণ এই তারিখ প্রতি বছর পরিবর্তন হয়!

আর্জেন্টিনা
আর্জেন্টিনায় নববর্ষের আগের দিন রাত্রে পরিবারের সব সদস্য একসঙ্গে খাবার টেবিলে বসে খাওয়া দাওয়া করে। তারপর বড়রা নাচের অনুষ্ঠানে চলে যায়। ভোর পর্যন্ত চলে এই নাচের অনুষ্ঠান। নববর্ষের প্রথম দিন নদী বা পুকুরে সাঁতার কেটে তারা নববর্ষ উদযাপন করে

ব্রাজিল
ব্রাজিলের রিও ডি জেনিরো সমুদ্র সৈকতে নববর্ষের সবচেয়ে বড় অনুষ্ঠানটি হয়। এর অন্যতম আকর্ষণ চোখ ধাঁধাঁনো পোশাক পরিধান করা। সমুদ্রে সাতটি ডুব দিলে এবং সাতটি ফুল ছুড়ে দিলে বছরটি খুব ভালো কাটবে বলে তারা মনে করে। উৎসবে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় দুই মিলিয়ন পর্যটকরা যোগ দেয়

কোরিয়া
কোরিয়াতে নববর্ষ শুরুর সময় কেউ ঘুমায় না। সময় ঘুমালে নাকি চোখের ভ্রূ সাদা হয়ে যায়! রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গে টিভিতে ৩৩ বার ঘন্টা বাজানো হয়। কোরিয়ার ৩৩ বীরের প্রতি শ্রদ্ধা জানিয়ে এটি করা হয়। কোরিয়াতে প্রায় সবাই সূর্যোদয় দেখে। সূর্যের আলো ছড়িয়ে পড়ার সময় একজন আরেকজনকে শুভেচ্ছা জানায়

থাইল্যান্ড
থাইল্যান্ডে নববর্ষ পালনের রীতিটি হলো একজন আরেকজনের গায়ে পানি ছিটিয়ে শুভেচ্ছা জানাবে। শুনতে একটু কেমন কেমন লাগছে তাই না? যতই কেমন কেমন লাগুক, এটাই কিন্তু ওদের রীতি

স্পেন
স্পেনে রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গে সবাই বারোটা করে আঙুর খেয়ে নিউ ইয়ার কে স্বাগত জানায়। কারণ তারা মনে করে এই আঙুর তাদের সৌভাগ্যের প্রতীক
শুনলে তো এতক্ষণ নিউ ইয়ারের অনেক অনেক কথা। তুমিও তবে তৈরি হয়ে যাও কিভাবে পালন করতে চাও নিউ ইয়ার। আর সঙ্গে প্রিয় সব মানুষদেরকে নিতে ভুলো না কিন্তু। খুব ভালো কাটুক তোমাদের এই নতুন বছর। হ্যাপি নিউ ইয়ার

0 comments:

Post a Comment