এখনো ক্রিকেটই সাকিব আল হাসানের ধ্যান-জ্ঞান; তবে ধীরে ধীরে ব্যবসার দিকেও মনোযোগ দিচ্ছেন এই তারকা ক্রিকেটার। খুলেছেন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে ফিয়েস্তা ইভেন্ট ম্যানজমেন্ট নামে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরুর ঘোষণা দেন সাকিব।
ফিয়েস্তার চেয়ারম্যান সাকিব জানান, খেলার মাঠ ও বাইরে তিনি সব সময়ই নতুন কিছু করার চেষ্টা করেন।
ফিয়েস্তার চেয়ারম্যান সাকিব জানান, খেলার মাঠ ও বাইরে তিনি সব সময়ই নতুন কিছু করার চেষ্টা করেন।
ফাইল ছবি
“ডিজিটাল বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিকতা ও নতুনত্বের ছোঁয়া আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য। ক্রিকেট খেলার সুবাদে বিশ্বের নানা দেশের ভিন্ন সংস্কৃতি, কৃষ্টি-কালচার ও নানাবিধ আয়োজনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। সেখান থেকেই নতুন কিছু করার প্রয়াস মনের গহীনে জন্ম নেয়, যা আজ রূপ নিয়েছে ফিয়েস্তা ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড এর মাধ্যমে।”
কমপক্ষে আরো দশ বছর ক্রিকেট খেলতে চান সাকিব। আপাতত খেলার দিকেই পূর্ণ মনোযোগ থাকবে বলে জানান টেস্ট ও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সেরা এই অলরাউন্ডার।
“এখনো আমার দায়িত্ব ক্রিকেট খেলে যাওয়া। সেই দিকেই থাকবে আমার মনোযোগ। ক্রিকেট খেলার বাইরেও যে জীবন থাকে, তার অংশ হবে ফিয়েস্তা।”
কমপক্ষে আরো দশ বছর ক্রিকেট খেলতে চান সাকিব। আপাতত খেলার দিকেই পূর্ণ মনোযোগ থাকবে বলে জানান টেস্ট ও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সেরা এই অলরাউন্ডার।
“এখনো আমার দায়িত্ব ক্রিকেট খেলে যাওয়া। সেই দিকেই থাকবে আমার মনোযোগ। ক্রিকেট খেলার বাইরেও যে জীবন থাকে, তার অংশ হবে ফিয়েস্তা।”
0 comments:
Post a Comment