পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সারাদেশে লাগাতার অবরোধ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারাপারসন বেগম খালেদা জিয়া।
আজ সোমবার বিকেলে প্রায় ঘন্টাখানেক গাড়িতে বসে গুলশান কার্যালয় থেকে বের হতে না পেরে গাড়ি থেকে নেমে সাংবাদিকদের একথা বলেন তিনি।
সাংবাদিকদের তিনি আরো বলেন, আমি শুধু অবরুদ্ধ নই, গোটা দেশ আজ অবরুদ্ধ।
এসময় বারবার পিপার স্প্রে ব্যাবহার করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। পিপার স্প্রের কারণে বক্তব্য দেয়ার সময় খালেদা জিয়াকেও বারবার কাশি দিতে দেখা যায়।
খালেদা জিয়া বলেন, নতুন একটি নির্বাচনের জন্য আলোচনা করা যেতে পারে।
তিনি আরো বলেন, সমাবেশটা হোক দেখি জনগণ কার সাথে আছে।
দেশবাসী এবং নেতাকর্মীদের প্রতি অবরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে খালেদা বলেন, আপনারা সারাদেশে কর্মসূচি পালন করায় আপনাদেরকে ধন্যবাদ। সারাদেশে এই অবরোধ কর্মসূচি চলবে, আপনারা সফল করবেন।
তিনি বলেন, রক্ত দিয়ে ক্ষমতায় থাকা যায় না। রক্ত দিয়েই জনগণ এই অবৈধ সরকারকে বিদায় করবে।
এসময় সাথে থাকার জন্য জনগণ তথা দেশবাসীকে ধন্যবাদ জানান তিনি।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment